মহাত্মা গান্ধী (১৮৬৯-১৯৪৮)
তিনি অহিংস আন্দোলনের জনক,রূপকার। গোটা বিশ্বে তিনি মহাত্মা গান্ধী নামে পরিচিত। শোনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে এই নামে সম্মোধন করেন। মহাত্মা মানে মহান আত্মা (Great Soul)। ভারতে তাকে বাপু ( বাবা ) নামেও ডাকা হয়। তিনি ভারতের জাতির পিতা হিসেবে রাস্ট্রীয়ভাবে স্বীকৃত। ভারতবর্ষে ২ রা অক্টোবর , মহাত্মার জন্মদিন বিশেষ সন্মানের সাথে পালন করা হয়, এদিন রাষ্ট্রীয় ছুটি। এবং খুব সম্প্রতি ২রা অক্টোবরকে জাতি সংঘ আন্তজার্তিক অহিংস দিবস হিসেবে স্বীকৃত দিয়েছে।
তার অহিংসা মতবাদ আজও বিশ্বের শান্তিকামী, মানবতাবাদী মানুষের জন্য অনুসরণীয়।
বিস্তারিত জানার জন্য ..
https://en.wikipedia.org/wiki/Mahatma_Gandhi
Poll
বিশ্ব জুড়ে যে সহিংসতা চলছে, তার অবসানকল্পে আপনি কি কাজ করতে চান?
হ্যাঁ, চাই (885)
না, চাই না (1,443)
কোন মন্তব্য নেই (4,448)
Total votes: 6776