01/09/2008 17:35
আগামী বছরের অক্টোবরে নিউজিল্যান্ডে শুরু হওয়া বিশ্ব পরিক্রমণ (Global March) আশা করা যায়, অক্টোবরের শেষ নাগাদ বাংলাদেশে এসে পৌঁছবে। এরপর এটি ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা হয়ে মুম্বাই পোঁছবে।
আছে কোন আইডিয়া ???
আগামী বছরের অক্টোবরে নিউজিল্যান্ডে শুরু হওয়া বিশ্ব পরিক্রমণ (Global March) আশা করা যায়, অক্টোবরের শেষ নাগাদ বাংলাদেশে এসে পৌঁছবে। এরপর এটি ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা হয়ে মুম্বাই পোঁছবে।
এবারে আপনার কি কোন আইডিয়া কিংবা কোন বক্তব্য আছে- কীভাবে আমরা এটাকে অংশ নিতে পারি?
বিশ্বে প্রথম বারের মতো এই ধরণের কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সারা বিশ্বের হাজার হাজার শান্তিকামী মানুষ এতে অংশ নেবে বলে আশা করা যায়।
আপনি একক ব্যক্তি বা কোন সংগঠনের হয়ে যেকোন প্রস্তাব এখানে রাখতে পারেন। আপনার প্রস্তাব,আপনাদের ভাবনা,আমার চিন্তা এবং আমাদের পরিকল্পনা - সব কিছু মিলিয়ে আমরা কি একটি যৌথ পরিকল্পনায় পৌঁছাতে পারি না ?
আপনার মত,মন্তব্য,ভাবনা এবং পরিকল্পনা আমাদের জানান।
—————
Poll
বিশ্ব জুড়ে যে সহিংসতা চলছে, তার অবসানকল্পে আপনি কি কাজ করতে চান?
হ্যাঁ, চাই (882)
না, চাই না (1,440)
কোন মন্তব্য নেই (4,445)
Total votes: 6767