01/09/2008 17:34

কেন এই ওয়েবসাইট?

এটি একটি যুদ্ধ ও সহিংসতা বিরোধী ওয়েবসাইট। বিশ্বের সকল যুদ্ধবিরোধী,শান্তিপ্রিয় মানুষের জন্য এই সামান্য আয়োজন। সত্যি কথা বলতে কি, যিনি এই ওয়েবসাইটটি নির্মাণ করছেন, তিনি আর যে বিষয়ে মহাপন্ডিত হোন না কেন? এই বিষয়টাতে তিনি বিশেষভাবে অজ্ঞ। কাজেই, যারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন, তাদের মধ্য কারও যদি ওয়বসাইট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকেন, তাদের যদি কোন পরামর্শ থাকে- তাহলে সেটি দিলে আমরা ভীষণভাবে বাধিত থাকবো। 

প্লীজ, এই বিকটদর্শন ওয়েবসাইটিকে কীভাবে একটু দৃষ্টি নন্দন করা যায়, সে ব্যাপারে একটু এলেমদার লোকদের কাছে মুক্তকন্ঠে সাহায্য চাইছি।

আপনাদের মতামত, পরামর্শ মুক্তকন্ঠে জানান।

—————

Back


Poll

বিশ্ব জুড়ে যে সহিংসতা চলছে, তার অবসানকল্পে আপনি কি কাজ করতে চান?

হ্যাঁ, চাই (880)
13%

না, চাই না (1,438)
21%

কোন মন্তব্য নেই (4,443)
66%

Total votes: 6761