বিশ্ব পরিক্রমণ
যুদ্ধ নয়, শানিত চাই, পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচী এবং সকল প্রকার সহিংসার রিুদ্ধে দাবি জানিয়ে আগামী ২রা অক্টোবর ২০০৯ - এ শুরু হতে যাচ্ছে বিশ্ব পরিক্রমণ কর্মসূচী। এটি একটি অভূতপূর্ব মহা উদ্যোগ।
২ রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। ইতিমধ্যে জাতিসংঘ এই দিনকে বিশ্ব অহিংস দিবস হিসেবে ঘোষণা করেছে।
এই বিশ্ব পরিক্রমণ কর্মসূচী শুরু হবে নিউজিল্যান্ডে ২রা অক্টোবরে। প্রায় ৯০ টি দেশ পরিভ্রমণ শেষে ২রা জানুয়ারি, ২০১০ -এ আর্জেন্টিনায় গিয়ে এটি শেষ হবে।
৯০ দিন ব্যাপী এই পরিক্রমণে এটি অতিক্রম করবে ৬ টি মহাদেশ।
আশা করা যায়, অক্টোবর ২০০৯-এর শেষ নাগাদ এই কাফেলা এসে বাংলাদেশে পৌঁছবে। বাংলাদেশ থেকে এর গতিপথ হবে কলকাতা এবং কলকাত হয়ে মুম্বাই।
এই মহা উদ্যোগের আয়োজক World witout war বা যুদ্ধবিহীন বিশ্ব নামের একটি আন্তর্জাতিক সংঘঠন, যারা বিগত ১৫ বছর ব্যাপী বিষয়টি নিয়ে কাজ করছে।
এই পরিত্রমণে সকল ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল- সকলের জন্য উন্মুক্ত।
Tags
The list of tags is empty.
News
আছে কোন আইডিয়া ???
—————
কেন এই ওয়েবসাইট?
—————
Poll
বিশ্ব জুড়ে যে সহিংসতা চলছে, তার অবসানকল্পে আপনি কি কাজ করতে চান?
হ্যাঁ, চাই (882)
না, চাই না (1,440)
কোন মন্তব্য নেই (4,445)
Total votes: 6767