যুদ্ধ নয়, শান্তি চাই

/album/photo-gallery-homepage1/foto-jpg1/

——————————


বিশ্ব পরিক্রমণ 

 যুদ্ধ নয়, শানিত চাই, পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচী এবং সকল প্রকার সহিংসার রিুদ্ধে দাবি জানিয়ে আগামী ২রা অক্টোবর ২০০৯ - এ শুরু হতে যাচ্ছে বিশ্ব পরিক্রমণ কর্মসূচী। এটি একটি অভূতপূর্ব মহা উদ্যোগ।

২ রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। ইতিমধ্যে জাতিসংঘ এই দিনকে ‌বিশ্ব অহিংস দিবস হিসেবে ঘোষণা করেছে।

 

এই বিশ্ব পরিক্রমণ কর্মসূচী শুরু হবে নিউজিল্যান্ডে ২রা অক্টোবরে। প্রায় ৯০ টি দেশ পরিভ্রমণ শেষে ২রা জানুয়ারি, ২০১০ -এ আর্জেন্টিনায় গিয়ে এটি শেষ হবে।
৯০ দিন ব্যাপী এই পরিক্রমণে এটি  অতিক্রম করবে ৬ টি মহাদেশ।
আশা করা যায়, অক্টোবর ২০০৯-এর শেষ নাগাদ এই কাফেলা এসে বাংলাদেশে পৌঁছবে। বাংলাদেশ থেকে এর গতিপথ হবে কলকাতা এবং কলকাত হয়ে মুম্বাই।
এই মহা উদ্যোগের আয়োজক World witout war বা যুদ্ধবিহীন বিশ্ব নামের একটি আন্তর্জাতিক সংঘঠন, যারা বিগত ১৫ বছর ব্যাপী বিষয়টি নিয়ে কাজ করছে।
এই পরিত্রমণে সকল ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল- সকলের জন্য উন্মুক্ত।

 

 

 



Tags

The list of tags is empty.


News

01/09/2008 17:35

আছে কোন আইডিয়া ???

  আগামী বছরের অক্টোবরে নিউজিল্যান্ডে শুরু হওয়া বিশ্ব পরিক্রমণ (Global March) আশা করা যায়, অক্টোবরের শেষ নাগাদ বাংলাদেশে এসে পৌঁছবে। এরপর এটি ঢাকা থেকে কলকাতা এবং কলকাতা হয়ে মুম্বাই পোঁছবে। এবারে আপনার কি কোন আইডিয়া কিংবা কোন বক্তব্য আছে- কীভাবে আমরা এটাকে অংশ নিতে পারি? বিশ্বে প্রথম বারের...

Read more

—————

01/09/2008 17:34

কেন এই ওয়েবসাইট?

এটি একটি যুদ্ধ ও সহিংসতা বিরোধী ওয়েবসাইট। বিশ্বের সকল যুদ্ধবিরোধী,শান্তিপ্রিয় মানুষের জন্য এই সামান্য আয়োজন। সত্যি কথা বলতে কি, যিনি এই ওয়েবসাইটটি নির্মাণ করছেন, তিনি আর যে বিষয়ে মহাপন্ডিত হোন না কেন? এই বিষয়টাতে তিনি বিশেষভাবে অজ্ঞ। কাজেই, যারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন, তাদের মধ্য কারও যদি ওয়বসাইট...

Read more

—————


Photo Gallery: Homepage

/album/photo-gallery-homepage/no-war-for-fuel-sm-jpg/

——————————


Poll

বিশ্ব জুড়ে যে সহিংসতা চলছে, তার অবসানকল্পে আপনি কি কাজ করতে চান?

হ্যাঁ, চাই (416)
9%

না, চাই না (479)
11%

কোন মন্তব্য নেই (3,534)
80%

Total votes: 4429


 

কেন এই পদযাত্রা ?

বিশ্বে অস্ত্রের পেছনে যত টাকা খরচ হয়, তার মাত্র ১০%  ভাগ দিয়ে গোটা বিশ্বের ুধা ও দারিদ্র দূর করা সম্ভব।

আর অস্ত্রের পেছনে খরচ হওয়া টাকার ৩০ থেকে ৫০ শতাংশ যদি হত্যাও ধ্বংসের বদলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ণে ব্যয়িত হয়, তাহলে পরিস্তিতি কী দাঁড়াবে একবার কল্পনা করুন।




অহিংস মতবাদের কয়েকজন ...

/album/photo-gallery-homepage2/gandhi-jpg/

—————

/album/photo-gallery-homepage2/martinlutherkingjr-jpg1/

—————

/album/photo-gallery-homepage2/silo01xsmjh5-jpg/

——————————